অটো পে শর্তাবলি

অটো পে চালু করার মাধ্যমে আপনি বিকাশ’কে আপনার বিকাশ একাউন্ট থেকে প্রদত্ত অটো পে-এর বিবরণী অনুযায়ী (যেমন সেন্ড মানি, পে বিল কিংবা মোবাইল রিচার্জ করার তারিখ, শুরু করার তারিখ, নির্দিষ্ট নাম্বারে সেন্ড মানি-এর অ্যামাউন্ট, নির্দিষ্ট বিলারের কাছে পে বিল-এর অ্যামাউন্ট কিংবা নির্দিষ্ট নাম্বারে মোবাইল রিচার্জ-এর অ্যামাউন্ট) প্রাপক বিকাশ একাউন্টে অটো পে করার জন্য অনুমোদন দিচ্ছেন।

অটো পে’র তারিখের আগে আপনি অ্যাপের নোটিফিকেশন পাবেন। সেন্ড মানি, পে বিল কিংবা মোবাইল রিচার্জ অটো পে-এর দিন সফলভাবে অটো পে’র জন্য আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

অটো পে সফলভাবে চালু হলে আপনি কনফার্মেশন এসএমএস ও অ্যাপ নোটিফিকেশন পাবেন।

প্রতিটি সফল অটো পে’র জন্য আপনি সফল লেনদেনের নোটিফিকেশন পাবেন।

অটো পে ব্যর্থ হলে আপনি অটো পে ব্যর্থ হওয়ার নোটিফিকেশন পাবেন।

অটো পে লেনদেনের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়।

আপনি অটো পে সার্ভিস বাতিল করতে পারবেন। সার্ভিসটি বাতিল করার পরে নোটিফিকেশন পাবেন। তবে যতবার চান ততবার পুনরায় অটো পে চালুও করতে পারবেন।

আপনি যদি অটো পে সার্ভিস বাতিল করতে কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে অনুগ্রহ করে বিকাশ-এর গ্রাহক সেবার জন্য 16247 নাম্বারে যোগাযোগ করুন।

আপনার বিকাশ একাউন্টটি অটো পে’র তারিখে অবশ্যই সচল থাকতে হবে এবং একাউন্টে কোনো স্টেট ট্যাগ/একাউন্ট ব্লক সমস্যার কারণে সেন্ড মানি, পে বিল বা মোবাইল রিচার্জ সফল না হলে বিকাশ দায়ী থাকবে না।