পে বিল

 নির্দিষ্ট তারিখে অটোমেটিক পে-বিল এর মাধ্যমে ডুপনো ট্র্যাকিং সেবার বিল পেমেন্ট হয়ে যাবে।

Odoo • Text and Image

বিকাশ অটো-পে বিল

বিকাশ-এ এসে গেছে অটো পে! এখন আর বারবার বিল জমা দেয়া কথা মনে রাখার দরকার নেই। বিকাশ অ্যাপে নির্দিষ্ট তারিখ, অ্যামাউন্ট ও অন্যান্য তথ্য সেট করে দিলেই ঐ নির্দিষ্ট তারিখে অটোমেটিক পে-বিল এর মাধ্যমে ডুপনো ট্র্যাকিং সেবার বিল পেমেন্ট হয়ে যাবে।
অ্যাপ থেকে পে বিল অপশন থেকে পেমেন্ট করতে নিয়ম গুলা অনুসরণ করুন

bKash অ্যাপে অটো পে চালু করে ডুপনো-তে পেমেন্ট করার নিয়ম
বিকাশ পে বিল লিংক 

Odoo • Image and Text

স্টেপ ১ :-  Bkash এপ্লিকেশনে মেন্যু থেকে অটো পে অপশন চাপুন

Odoo • Image and Text

স্টেপ ২ :-পে বিল ট্যাপ করুন 

Odoo • Image and Text

স্টেপ ৩ :- নতুন অটো পে বাটনে ক্লিক করুন। 

Odoo • Image and Text

স্টেপ ৩ :-প্রতিষ্ঠান খুঁজুন অপশনে DUPNO লিখুন তারপর নিচের অপশন থেকে DUPNO TRACKER সিলেক্ট করুন

Odoo • Image and Text

সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ ৪ :- ট্র্যাকিং অবজেক্ট নাম্বার  লিখাতে ট্যাপ করে আপনার DM-GHA-326196 বাহনের শেষ 6 সংখ্যা (যেমন 326196) অথবা IMEI - 86xxxxxx014821 নাম্বারের শেষ 6 সংখ্যা(যেমন 014821) দিন এবং কন্টাক নাম্বারে সিস্টেমে থাকা আপনার নাম্বার লিখে নেক্সট করুন।

Odoo • Image and Text

স্টেপ ৫  :-   এই স্টেপে আপনার দেওয়া সকল তথ্য ঠিক থাকলে অটো পে পরিমাণে মাসিক সার্ভিস চার্জের পরিমাণ টাকা লিখুন   অটো পে তারিখ সিলেক্ট করুন । যদি সব ঠিক থাকে তাহলে নেক্সট করুন। 

Odoo • Image and Text

স্টেপ ৫ :- এখন আপনার পিন নাম্বার দিয়ে ট্যাপ করে অটো পে সার্ভিস চালু করুন। 

অটো পে শর্তাবলি

অটো পে চালু করার মাধ্যমে আপনি বিকাশ’কে আপনার বিকাশ একাউন্ট থেকে প্রদত্ত অটো পে-এর বিবরণী অনুযায়ী (যেমন সেন্ড মানি, পে বিল কিংবা মোবাইল রিচার্জ করার তারিখ, শুরু করার তারিখ, নির্দিষ্ট নাম্বারে সেন্ড মানি-এর অ্যামাউন্ট, নির্দিষ্ট বিলারের কাছে পে বিল-এর অ্যামাউন্ট কিংবা নির্দিষ্ট নাম্বারে মোবাইল রিচার্জ-এর অ্যামাউন্ট) প্রাপক বিকাশ একাউন্টে অটো পে করার জন্য অনুমোদন দিচ্ছেন।

অটো পে’র তারিখের আগে আপনি অ্যাপের নোটিফিকেশন পাবেন। সেন্ড মানি, পে বিল কিংবা মোবাইল রিচার্জ অটো পে-এর দিন সফলভাবে অটো পে’র জন্য আপনার বিকাশ একাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স থাকতে হবে।

অটো পে সফলভাবে চালু হলে আপনি কনফার্মেশন এসএমএস ও অ্যাপ নোটিফিকেশন পাবেন।

প্রতিটি সফল অটো পে’র জন্য আপনি সফল লেনদেনের নোটিফিকেশন পাবেন।

অটো পে ব্যর্থ হলে আপনি অটো পে ব্যর্থ হওয়ার নোটিফিকেশন পাবেন।

অটো পে লেনদেনের জন্য কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য নয়।

আপনি অটো পে সার্ভিস বাতিল করতে পারবেন। সার্ভিসটি বাতিল করার পরে নোটিফিকেশন পাবেন। তবে যতবার চান ততবার পুনরায় অটো পে চালুও করতে পারবেন।

আপনি যদি অটো পে সার্ভিস বাতিল করতে কোনো সমস্যার সম্মুখীন হন, সেক্ষেত্রে অনুগ্রহ করে বিকাশ-এর গ্রাহক সেবার জন্য 16247 নাম্বারে যোগাযোগ করুন।

আপনার বিকাশ একাউন্টটি অটো পে’র তারিখে অবশ্যই সচল থাকতে হবে এবং একাউন্টে কোনো স্টেট ট্যাগ/একাউন্ট ব্লক সমস্যার কারণে সেন্ড মানি, পে বিল বা মোবাইল রিচার্জ সফল না হলে বিকাশ দায়ী থাকবে না।