বিকাশ পেমেন্ট অপশন
অ্যাপ অথবা *২৪৭# ডায়াল করে পেমেন্ট অপশন থেকে বিল প্রদানের জন্য নিয়ম গুলা অনুসরণ করুন
bKash এপ্লিকেশন ব্যবহার করে ডুপনো-তে পেমেন্ট করার নিয়ম
স্টেপ ১ :- Bkash এপ্লিকেশনে পেমেন্ট অপশন চাপুন
স্টেপ ২ :-আমাদের মার্চেন্ট নাম্বার ০১৭০০৭৮৭০০৭ এই নাম্বারটি লিখুন
স্টেপ ৩ :- টাকার পরিমান লিখুন
সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ ৪ :- রেফারেন্স লিখাতে ক্লিক করে আপনার গাড়ির শেষ 6 সংখ্যা (যেমন ২২৫৩৪২) দিন এবং আপনার পিন নাম্বার লিখে নেক্সট করুন
স্টেপ ৫ :- ট্যাপ করে ধরে রাখুন
*247# ডায়াল করে পেমেন্ট এর নিয়ম
আপনি বিকাশ একাউন্ট ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন খুব সহজেই শুধু মাত্র নিচের ধাপগুলো অনুসরণ করে।
১। *২৪৭# ডায়াল করে বিকাশ মোবাইল মেন্যুতে যান
২। “পেমেন্ট” সিলেক্ট করুন
৩। আপনি আমাদের মার্চেন্ট বিকাশ একাউন্ট নম্বর 01700787007 লিখুন।
৪। আপনি যে পরিমাণ টাকা পেমেন্ট করতে চান তার পরিমাণ লিখুন
৫। আপনার কেনাকাটার একটি তথ্যসূত্র দিন (আপনি আপনার লেনদেনের উদ্দেশ্য একটি শব্দের মধ্যে আপনার গাড়ির নাম্বার উল্লেখ করতে পারেন, “225342” উদাহরণস্বরূপ)*
৬। কাউন্টার নম্বর “1” লিখুন
৭। আপনার বিকাশ মোবাইল মেন্যু পিনটি দিয়ে পেমেন্ট সম্পন্ন করুন
আপনি বিকাশ থেকে একটি কনফার্মেশন মেসেজ পাবেন।